নকল স্যালাইন উৎপাদন, কারখানা মালিককে লাখ টাকা জরিমানা
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে
পাবনার আফুরিয়া এলাকায় নকল স্যালাইন তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব।
বৃহস্পতিবার (১৪ মার্চ) এ অভিযান চালানো হয়। অভিযানের সময় কারখানার মালিককে লাখ টাকা জরিমানা করা হয়েছে। ধ্বংস করা হয় উৎপাদিত পণ্য। সিলগালা করা হয় কারখানাটি।
র্যাব-১২, সিপিসি-২, পাবনার স্কোয়াড কমান্ডার এএসপি মনোয়ার হোসেন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার আফুরিয়া গ্রামে স্বপ্ন ফুড এন্ড বেভারেজ নামের প্রতিষ্ঠানে অভিযান চালােনো হয়। কারখানায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল, অস্বাস্থ্যকর টেস্টি স্যালাইন, গ্লুকোজ বিস্কুট, সফট ড্রিংকস পাউডারসহ বিভিন্ন পণ্য উৎপাদন করে আসছিল।
নকল উৎপাদন ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানের মালিক মো. রাশেদুজ্জামান (৩৭) কে জাতীয় ভোক্তা অধিকার আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। তিনি আফুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।