ধ্বংসস্তূপ সরাতেই বেরিয়ে আসছে মৃতদেহ
- সংবাদ প্রকাশের সময় : ১১:০০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
ওয়ানড়ে মৃতের সংখ্যা ৩০০ ছাগিয়ে গেছে। ধ্বংসস্তূপের মধ্যে কেউ জীবিত আছে কিনা তা খুঁজে দেখাতে ব্যবহার করা হবে বিশেষ রাডার। বৃহস্পতিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের দাবি, ধ্বংসস্তূপে আর কারোর বেঁচে থাকার সম্ভাবনা নেই।
দেশটির সংবাদমাদ্যমে প্রকশিত প্রতিবেদনে শুক্রবার (২ আগস্ট) জানা যায়, এখন পর্যন্ত ৩০৮ জনের মৃত্যু হয়েছে এই ভূমিধসে। গত মঙ্গলবারের এ ঘটনার পর থেকে উদ্ধারকাজ চলছে। তবে বৃষ্টির কারণে উদ্ধার কাজ করতে পারছেন না উদ্ধারকারীরা। নৌসেনার সাথে উদ্ধারকাজ চালাচ্ছে উপকূলরক্ষা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে নেমেছে সেনা এবং বায়ুসেনাও।
ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন অনেকে। এই পরিস্থিতিতে আশঙ্কা বাড়াচ্ছে বৃষ্টি। মৃতের সংখ্যা বেড়ে দ্বিগুণ হতে পারে বলেই ধারনা করা হচ্ছে। কারণ কাদামাটি সরাতেই বেরিয়ে আসছে মৃতদেহ।