সংবাদ শিরোনাম ::
ধেয়ে আসছে ঝড়, নদীবন্দরে সতর্ক সংকেত
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩২:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে
দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে বুধবার (৮ মে) ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এর ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ ও ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার (৮ মে) সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাবাসে বলা হয়, পটুয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়োহাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া রাজশাহী, রংপুর,খুলনা, নোয়াখালী, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় এক নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।