সংবাদ শিরোনাম ::
দেশের পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে
দেশের পাঁচ বিভাগে ঝড়ো হাওয়াসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এরমধ্যে খুলনা, ঢাকা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে । আবহাওয়ার পূর্বাবাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন, দেশের কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী দুই-তিন দিনের আবহাওয়ার তেমন কোন পরিবর্তন নেই।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক স্থানে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে, বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী ৫ দিনে তাপমাত্রা সামন্য বৃদ্ধি পেতে পারে।