https://bangla-times.com/
ঢাকাবৃহস্পতিবার , ৯ মে ২০২৪
  • অন্যান্য

দুর্ঘটনার পার ধান খেতে উল্টে যায় কাভার্ড ভ্যান, এক যাত্রী নিহত

আজিজুল হক সরকার, ফুলবাড়ী (দিনাজপুর)
মে ৯, ২০২৪ ২:২০ অপরাহ্ণ । ২০ জন
Link Copied!

দিনাজপুরের ফুলবাড়ীতে স্প্রিট বহনকারী কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। তার নাম-সামসুল হক (৭০)। তিনি পার্বতীপুর উপজেলার হরিরামপুর আবাসনের বাসিন্দা মৃত মজিবর রহমানের ছেলে। পেশায় একজন জেলে।

এ ঘটনায় ভ্যানের আরও তিন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং কাভার্ড ভ্যানটি পাশের ধান খেতে উল্টে যায়।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শী মোশারফ হোসেন এবং স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৯ মে) সকাল পৌনে ৮টার দিকে ফুলবড়ী ফুলবাড়ী-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের বারোকোনা নামক স্থানে কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ন ২০-২৪০১) এবং ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে ভ্যানের চালক ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ভ্যানের তিন যাত্রী আহত হন। তারা হলেন-শফিকুল (৫০)মাবুদ (৩২)রফিকুল (৩১)।

ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, বৃহস্পতিবার ( মে) সকালে এই দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।এছাড়া তিনজন গুরুতর আহত হয়েছে। কাভার্ড ভ্যানের চালক এবং সহকারী পলাতক রয়েছেন।