https://bangla-times.com/
ঢাকাবুধবার , ১০ এপ্রিল ২০২৪

দুর্ঘটনায় আহত শিক্ষিকার মৃত্যু

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া)
এপ্রিল ১০, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ । ১০২ জন
Link Copied!

বগুড়ার আদমদীঘিতে ফাতেমা-তুজ-জোহরা নামে এক শিক্ষিকা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। তিনি উৎরাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ছিলেন।

জানা গেছে, চলতি মাসের ৩ এপ্রিল ঈদের কেনাকাটা শেষে মোটরসাইকেলে বাড়ী ফেরার পথে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের ইন্দইল বড়ো সেতুর কাছে পিছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল ও আরোহীরা ছিটকে পরে।

এরপর স্থানীয়রা তাদের আহত অবস্থায় প্রথমে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে যায়। অবস্থার অবনতি হলে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার সময় মারা যান।