সংবাদ শিরোনাম ::
দুর্গাপুর উপজেলার চেয়ারম্যান হলেন শরিফুজ্জামান
সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর দুর্গাপুরে বেসরকারি ভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ।
নির্বাচনে তিনি ভোট পেয়েছেন ৪২ হাজার ১১৩ ভোট। তার নিকটতম প্রার্থী আব্দুল মজিদ পেয়েছেন ২৭ হাজার ৩৭২ ভোট।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন টিওউবওয়েল প্রতীকের প্রার্থী আব্দুল কাদের মণ্ডল। এর আগে ২০০৯ সালে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি।
অপরদিকে, সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে বানেছা বেগম ফুটবল প্রতীকে ৩৩ হাজার ৮৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।