ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

দুরন্ত জয় টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি


ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হলেও মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গী করে চাপ কাটিয়ে তোলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পঞ্চম উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ১৬৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে পৌঁছান জয়ের বন্দরে। দুই ব্যাটারের চোখ জুড়ানো পারফরম্যান্সে লঙ্কানদের ৬ উইকেটে হারিয়েছে টিম টাইগার্স।

বুুধবার (১৩ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রথমটিতে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় অতিথি লঙ্কান দল। ইনিংসের ৭ বল বাকী থাকতে ২৫৫ রানে গুটিয়ে যায় লঙ্কানবাহিনী। জবাবে ৩২ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে স্বাগতিকবাহিনী। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

শ্রীলঙ্কার দেয়া লক্ষ্যটা বড় না হলেও শুরুতেই তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ব্যর্থ হয়ে ফিরে যান দুই ওপেনার লিটন দাস, সৌম্য সরকার এবং তাওহীদ হৃদয়।

ইনিংসের প্রথম বলেই মাধুশঙ্কার শিকার হন লিটন দাস। রানের খাতা খোলার আগেই বোল্ড হয়ে ফিরে যান। ব্যর্থ হয়েছেন সৌম্য সরকারও। ২.৪ ওভারে ৯ বলে ৩ রান করেন মাধুশঙ্কার দ্বিতীয় শিকার

আগে ব্যাটে নেমে দুই ওপেনারে দুর্দান্ত শুরু পেয়েছিল শ্রীলঙ্কা। পাওয়ার প্লের ১০ ওভারে ৭-এর বেশি গড়ে রান তুলেছিল। উদ্বোধনী জুটিতে ৭১ রান তোলেন পাথুম নিশাঙ্কা ও আভিষ্কা ফের্নান্দো। ১০ম ওভারের পঞ্চম বলে জুটি ভাঙেন তানজিম। ফের্নান্দোকে ফেরান মুশফিকের ক্যাচ বানিয়ে। ৩৩ বলে ৩৩ রান করেন এ ব্যাটার।

১২তম ওভারের প্রথম বলে নিশাঙ্কাকেও ফেরান সাকিব। সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ২৮ বলে ৩৬ রানে। ১৪তম ওভারের প্রথম বলে তৃতীয় সাফল্যও এনে দেন এ পেসার। ৫ বলে ৩ রান করা সাদিরা সামারাবিক্রমাকে ফেরান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুরন্ত জয় টাইগারদের

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪


ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হলেও মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গী করে চাপ কাটিয়ে তোলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পঞ্চম উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ১৬৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে পৌঁছান জয়ের বন্দরে। দুই ব্যাটারের চোখ জুড়ানো পারফরম্যান্সে লঙ্কানদের ৬ উইকেটে হারিয়েছে টিম টাইগার্স।

বুুধবার (১৩ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রথমটিতে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় অতিথি লঙ্কান দল। ইনিংসের ৭ বল বাকী থাকতে ২৫৫ রানে গুটিয়ে যায় লঙ্কানবাহিনী। জবাবে ৩২ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে স্বাগতিকবাহিনী। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

শ্রীলঙ্কার দেয়া লক্ষ্যটা বড় না হলেও শুরুতেই তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ব্যর্থ হয়ে ফিরে যান দুই ওপেনার লিটন দাস, সৌম্য সরকার এবং তাওহীদ হৃদয়।

ইনিংসের প্রথম বলেই মাধুশঙ্কার শিকার হন লিটন দাস। রানের খাতা খোলার আগেই বোল্ড হয়ে ফিরে যান। ব্যর্থ হয়েছেন সৌম্য সরকারও। ২.৪ ওভারে ৯ বলে ৩ রান করেন মাধুশঙ্কার দ্বিতীয় শিকার

আগে ব্যাটে নেমে দুই ওপেনারে দুর্দান্ত শুরু পেয়েছিল শ্রীলঙ্কা। পাওয়ার প্লের ১০ ওভারে ৭-এর বেশি গড়ে রান তুলেছিল। উদ্বোধনী জুটিতে ৭১ রান তোলেন পাথুম নিশাঙ্কা ও আভিষ্কা ফের্নান্দো। ১০ম ওভারের পঞ্চম বলে জুটি ভাঙেন তানজিম। ফের্নান্দোকে ফেরান মুশফিকের ক্যাচ বানিয়ে। ৩৩ বলে ৩৩ রান করেন এ ব্যাটার।

১২তম ওভারের প্রথম বলে নিশাঙ্কাকেও ফেরান সাকিব। সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ২৮ বলে ৩৬ রানে। ১৪তম ওভারের প্রথম বলে তৃতীয় সাফল্যও এনে দেন এ পেসার। ৫ বলে ৩ রান করা সাদিরা সামারাবিক্রমাকে ফেরান।