দুপুরের মধ্যে ৮০ কি.মি বেগে ঝড়ের আভাস
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে
সাতসকালে রাজধানীর আকাশ চিরে ঝরল বৃষ্টি। সেই সাথে বয়ে যায় ঝড়ো হাওয়া। রোববার (৩১ মার্চ) সকাল ৭টা থেকে শুরু হয় বৃষ্টি। দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের আট জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এই আভাস আগেই দিয়েছিল আবহাওয়া অফিস।
রোববার (৩১ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার আভাস দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
রাজশাহী, যশোর,পাবনা, কুষ্টিয়া, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, এবং কুমিল্লা অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিমদিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি হতে পারে। সেই সাথে বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয় আবহাওয়ার পূর্বাবাসে।
একই সময়ে ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, সিলেট, বরিশাল,নোয়াখালী, পটুয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিমদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া রোববার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এমন তথ্য দেওয়া হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।