সংবাদ শিরোনাম ::
দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নৌবাহিনীর ১০ ক্রু নিহত
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ১১:০৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
মালয়েশিয়ায় প্রশিক্ষণের সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নৌবাহিনীর ১০ ক্রু নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) রয়্যাল মালয়েশিয়ান নেভি প্যারেডে অংশ নিয়েছিল হেলিকপ্টার দুটো। খবর- বিবিসি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একসাথে অনেক হেলিকপ্টার আকাশে উড়তে শুরু করে। এরপর একটি আরেকটির সাথে সংঘর্ষ হয়। পরে দুটোই মাটিতে পড়ে যায়।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে মালয়েশিয়ার লুমুত শহরে এই ঘটনা ঘটে। এতে দুই হেলিপ্টারের সবাই নিহত হয়েছে। কাছেই নৌবাহিনীর ঘাঁটি। এর মধ্যে একটিতে ৭ জন ক্রু ছিলেন। আরেকটিতে ৩ জন। সংঘর্ষের পর একটি মাটিতে পড়লেও আরেকটি গিয়ে পড়ে সুইমিং পুলে।