দুই সিটির ভোট/ প্রচারনা শেষ
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে বৃহস্পতিবার (৭ মার্চ) মধ্যরাতে। এখন কোনো প্রার্থী প্রচার বা মিছিল করতে পারবেন না। শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ভোট হবে ইভিএমে।
এই দুই সিটি করপোরেশনের নির্বাচনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে এরই মধ্যে আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল গঠন করেছে সংস্থাটি।
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, নির্বাচনে চাহিদার তুলনায় বেশি ফোর্স দেয়া হয়েছে। এর পরও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলেই ভোট বন্ধ করে দেয়া হবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনে সাধারণ এবং কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের শূন্যপদে উপনির্বাচন ছাড়াও তিনটি পৌরসভার সাধারণ ও বিভিন্ন পৌরসভার মেয়রের শূন্যপদসহ নানা ওয়ার্ডের কাউন্সিলরের শূন্যপদে নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন ১৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, সাতটি জেলা পরিষদের উপনির্বাচনসহ ১৮৭টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনে মোট ভোটার তিন লাখ ৩৬ হাজার ৪৯৬। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৩ হাজার ৮৭২, নারী ভোটার এক লাখ ৭২ হাজার ৬১৫ এবং হিজড়া ৯জন। এ সিটিতে সাধারণ ওয়ার্ড ৩৩টি, সংরক্ষিত ওয়ার্ড ১১টি। ভোট কেন্দ্র ১২৮টি ও ভোট কক্ষ ৯৯০টি।
এখানে মেয়র পদে প্রার্থীদের মধ্যে দলীয় প্রার্থী মাত্র একজন। জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মণ্ডল লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
টেবিল ঘড়ি নিয়ে লড়াই করছেন বর্তমান মেয়র ইকরামুল হক, ঘোড়া প্রতীকে জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, হাতি মার্কায় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাদিকুল হক খান মিল্কী টজু এবং হরিণ প্রতীক নিয়ে কৃষক লীগের সাবেক সদস্য রেজাউল হক রেজা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। সিটিতে ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৪৯ জন ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড কমিশনার পদে ৬৯জন লড়ছেন।
অন্যদিকে, ২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রিফাতের মৃত্যু হয়। এরপর ১৮ ডিসেম্বর মেয়রের পদ শূন্য ঘোষণা করা হয়।
কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদের উপনির্বাচনে মোট ভোটার দুই লাখ ৪২ হাজার ৪৫৮। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১৮ হাজার ১৮২, মহিলা ভোটার এক লাখ ২৪ হাজার ২৭৪ এবং হিজড়া ২ জন। ভোটকেন্দ্র ১০৫টি ও ভোট কক্ষ ৬৪০টি।
কুমিল্লায় সিটি করপোরেশন উপ-নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি থেকে বহিষ্কার দুই নেতা সাবেক মেয়র মনিরুল হক সাক্কু (ঘড়ি) এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিজামুদ্দিন কায়সার (ঘোড়া প্রতীক) নিয়ে নির্বাচন করছেন। আর আওয়ামী লীগ মহানগর সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার (বাস) এবং নগর আওয়ামী লীগ উপদেষ্টা নূর-উর তানিম (হাতি) প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।