দুই ম্যাচ নিষিদ্ধ রোনালদো, জরিমানাও গুণতে হবে
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে
দুই ম্যাচ নিষিদ্ধ হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই সাথে গুনতে হবে জরিমানাও। সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল হিলালের ডিফেন্ডার আলি আলবুলাইহিকে কনুই দিয়ে আঘাত করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর তাকে লাল কার্ড দেখেন রেফারি। এই সিদ্ধান্ত মানতে না পেরে মুষ্টি পাকিয়ে ঘুষি মারার ভঙ্গিতে রেফারির প্রতি ক্ষোভ প্রকাশ করেন।এর ফলে দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ার পাশাপাশি আর্থিক জরিমানা গুনতে হবে।
ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কম জানিয়েছে, অশোভনমূলক আচরণে অভিযোগ এনে রোনালদোর বিরুদ্ধে ম্যাচ রিপোর্ট জমা দেন রেফারি। অভিযোগের ভিত্তিতে দুই ম্যাচে নিষিদ্ধ করা হয়। এর পাশাপাশি ২০ হাজার রিয়াল জরিমানা করা হয়েছে।
এর আগে, গ্যালারিতে মেসির নাম ধরে শ্লোগান দেয়ায় দর্শকদের দিকে অশালীন অঙ্গভঙ্গী করে শাস্তির মুখে পড়তে হয়েছিলো রোনালদোকে। সেই সময় নিষেধাজ্ঞার পাশাপাশি বড় অংকের জরিমান গুনতে হয়।