দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। নিহতের নাম-মিজান হোসেন (১৫) । এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহত মিজান ঈশ্বরদীর পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ডের নাজমুল ইসলামের ছেলে।
ঈশ্বরদী গোকুলনগর পুরোনো রাজু সিনেমা হলের সামনে শনিবার (১৬ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে ঈশ্বরদী-রাজশাহীর বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলো- রাজশাহীর বাঘা উপজেলার আব্দুস সোবহানের ছেলে শরিফুল ইসলাম (৩৫) ও ঈশ্বরদী উপজেলার তৌহিদুল ইসলামের ছেলে সিয়াম হোসেন (১৫)। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, শনিবার সকালে ঈশ্বরদী শহর থেকে একটি মোটরসাইকেলে চড়ে সিয়াম ও মিজান ঈশ্বরদী আরামবাড়িয়া অভিমুখে যাচ্ছিল। মোটরসাইকেলটি ঈশ্বরদী-রাজশাহীর বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের উপজেলার সাঁড়া ইউনিয়নের গোকুলনগর পুরোনো রাজু সিনেমা হলের সামনে এলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ওভারটেক করতে গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেল থাকা তিনজন গুরুতর আহত হন। হাসপাততালে নেওয়ার পথে মিজানের মৃত্যু হয়।
এর সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।