https://bangla-times.com/
ঢাকাবুধবার , ১০ এপ্রিল ২০২৪

দুই বাসের সংঘর্ষে এক চালক নিহত, আহত ২০

এস এম শরিফুল ইসলাম , নড়াইল
এপ্রিল ১০, ২০২৪ ৪:৩৬ অপরাহ্ণ । ৭৯ জন
Link Copied!

নড়াইলের ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের সীতারামপুরে নামকস্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থলে এক বাসচালক নিহত হয়েছে। তাছাড়া উভয়ে বাসে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়রা জানান,বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে যশোরগামী লিটন পরিবহনের একটি বাসের সাথে স্থানীয় যাশোর-নড়াইল-কালনা মহাসড়কের বন্ধু কল্যাণ পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বন্ধু কল্যাণ বাসের চালক জাফর হোসেন (৫০) ঘটনাস্থলে নিহত হয়।

দুর্ঘটনার পর ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের রাস্তা ২ঘন্টার জন্য আটকে যায়। ফলে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে বাসের চালক জাফর হোসেন নিহত ও আহতদের উদ্বার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।