সংবাদ শিরোনাম ::
দুই দিনের সফরে ঢাকায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌছেন । রোববার (৭ এপ্রিল) সকালে তিনি ঢাকায় পৌঁছেছেন।
সফরের প্রথম দিন বিকাল ৩টায় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে বৈঠক করবেন। এরপর বিকেল পৌনে ৫টায় রাষ্ট্রীয়অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।
এরপর সোমবার (৮ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছানমাহমুদ জানিয়েছেন, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী সফরের মাধ্যমের দেশটির সাথে আমাদের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী হবে। তার সফরকালে একটি চুক্তি ও তিনটি এমওইউসই হওয়ার কথা রয়েছে।