দায়িত্ব পালনে বাধা নেই জিএম কাদেরের
- সংবাদ প্রকাশের সময় : ০১:৫৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
রোববার (১২ মে) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। একইসাথে হাইকোর্টের দেওয়া রুল নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ।
এর আগে ২০২২ সালের ৪ অক্টোবর জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে লিভ টু আপিল দায়ের করা হয়েছিলো। জিয়াউল হক মৃধা নিষেধাজ্ঞা চেয়ে এই মামলাটি করেন।
মামলার অভিযোগে, ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর জাপার প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ মারা যান। এরপর জিএম কাদের হাইকোর্ট বিভাগের একটি রিট মামলা বিচারাধীন থাকার পরও জালজালিয়াতির মাধ্যমে ওই বছরের ২৮ ডিসেম্বর কাউন্সিল করেন। এরপর তিনি নিজেকে জাপার চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন।