ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

দাম কমলো জ্বালানি তেলের

অর্থনৈতিক প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম ৭৫ পয়সা কমিয়ে ১০৮ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (৮ মার্চ) থেকে নতুন দাম কার্যকর হবে। বৃহস্পতিবার (৭ মার্চ) জ্বালানি মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

অকটেনের দাম কমেছে লিটারে ৪ টাকা। যা ১২৬ টাকায় বিক্রি হবে। এছাড়া পেট্রোলের দাম লিটারে ৩ টাকা কমানো হয়েছে। ১২২ টাকা লিটারে বিক্রি হবে। বর্তমানে প্রতি লিটার অকটেন বিক্রি হচ্ছে ১৩০ টাকায় আর পেট্রোল ১২৫ টাকায়।

প্রজ্ঞাপনে বলা হয়, গাইডলাইন অনুসারে এখন থেকে প্রতি মাসেই জ্বালানি তেলের আমদানি ও ক্রয়মূল্যের আলোকে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করা হবে।

২০২১ সালের নভেম্বর থেকে পরের বছর আগস্ট পর্যন্ত তিন দফা দাম সমন্বয় হয় জ্বালানি তেলের দাম। এতে প্রতি লিটার ডিজেল-কেরোসিনের দাম বাড়ে ৪৪ টাকা বা ৬৭ শতাংশ পর্যন্ত।

২০২২ সালের শেষদিকে জ্বালানি তেলের দাম বাজারভিত্তিক করার পরামর্শ দেয় আইএমএফ। তখন থেকেই সরকার নীতিমালা তৈরির পথে হাঁটছে।

গত ৫ মার্চ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছিলেন, তেলের দাম কমানোর প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। সামনে গরমের সময় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার বিষয়ে আলোচনা হয়েছে। জ্বালানি দাম সাশ্রয়ী করা হবে। এই সপ্তাহেই জ্বালানি ডাইনামিক প্রাইসিং পদ্ধতিতে জ্বালানির দাম নির্ধারণ করা হবে। এর আগে গত ৩ মার্চ জ্বালানি তেলের দাম কমানোর আভাস দিয়েছিলেন প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দাম কমলো জ্বালানি তেলের

সংবাদ প্রকাশের সময় : ০৬:১৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম ৭৫ পয়সা কমিয়ে ১০৮ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (৮ মার্চ) থেকে নতুন দাম কার্যকর হবে। বৃহস্পতিবার (৭ মার্চ) জ্বালানি মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

অকটেনের দাম কমেছে লিটারে ৪ টাকা। যা ১২৬ টাকায় বিক্রি হবে। এছাড়া পেট্রোলের দাম লিটারে ৩ টাকা কমানো হয়েছে। ১২২ টাকা লিটারে বিক্রি হবে। বর্তমানে প্রতি লিটার অকটেন বিক্রি হচ্ছে ১৩০ টাকায় আর পেট্রোল ১২৫ টাকায়।

প্রজ্ঞাপনে বলা হয়, গাইডলাইন অনুসারে এখন থেকে প্রতি মাসেই জ্বালানি তেলের আমদানি ও ক্রয়মূল্যের আলোকে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করা হবে।

২০২১ সালের নভেম্বর থেকে পরের বছর আগস্ট পর্যন্ত তিন দফা দাম সমন্বয় হয় জ্বালানি তেলের দাম। এতে প্রতি লিটার ডিজেল-কেরোসিনের দাম বাড়ে ৪৪ টাকা বা ৬৭ শতাংশ পর্যন্ত।

২০২২ সালের শেষদিকে জ্বালানি তেলের দাম বাজারভিত্তিক করার পরামর্শ দেয় আইএমএফ। তখন থেকেই সরকার নীতিমালা তৈরির পথে হাঁটছে।

গত ৫ মার্চ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছিলেন, তেলের দাম কমানোর প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। সামনে গরমের সময় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার বিষয়ে আলোচনা হয়েছে। জ্বালানি দাম সাশ্রয়ী করা হবে। এই সপ্তাহেই জ্বালানি ডাইনামিক প্রাইসিং পদ্ধতিতে জ্বালানির দাম নির্ধারণ করা হবে। এর আগে গত ৩ মার্চ জ্বালানি তেলের দাম কমানোর আভাস দিয়েছিলেন প্রতিমন্ত্রী।