সংবাদ শিরোনাম ::
দাঁত ব্রাশ করতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০২:৫৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার রামেশ্বপুর গ্রামের ছরআলী মাঝি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- আবিদ হোসেন (৪) ও বিবি ফাতেমা বেগম (৭)। তারা ছরআলী মাঝি বাড়ির আব্দুল হাইয়ের সন্তান। চাপরাশিরহাট ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন টিটু এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বুধবার সকালে দুই ভাই-বোন ঘরের পাশে পুকুরে দাঁত ব্রাশ করতে যায়। এ সময় একজন পুকুরে পড়ে যায়। অন্যজন তাকে পুকুর থেকে উদ্ধার করতে পানিতে নামে। পরে দু’জনেই পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কবিরহাট থানার ওসি হুময়ান কবির এর সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা নেওয়া হবে।