https://bangla-times.com/
ঢাকাবৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০২৪

পুতুল পোড়াতে গিয়ে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

মাসুদ রানা, পাবনা
এপ্রিল ২৫, ২০২৪ ২:২৭ অপরাহ্ণ । ৩০ জন
Link Copied!

পাবনার ঈশ্বরদীতে দগ্ধ হয়ে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম-রিয়া খাতুন (১২)। বুধবার (২৪ এপ্রিল) রাত ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রিয়া ঈশ্বরদী উপজেলার মানিকনগর পাঠশালা মোড়ের পিন্টু বিশ্বাসের মেয়ে। এর আগে বুধবার (২৪ এপ্রিল) দুপুরে বাড়িতে মাটির তৈরি পুতুল আগুনে পোড়াতে গিয়ে দগ্ধ হয় রিয়া। এরপর তাকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাবরিনা রহমান বলেন, আগুনে শিশু রিয়ার শরীরের বেশিরভাগই পুড়ে গেছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন লাগার বিষয়টি তদন্ত করে দেখা হবে।