‘দক্ষিণে মশা নিয়ন্ত্রণে, বাড়লে ব্যবস্থা’
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, মশা নিয়ন্ত্রণে রয়েছে, কোথায় মশার উপদ্রব বাড়লে ব্যবস্থা নেওয়া হবে। চলতি বর্ষায় রাজধানীতে জলাবদ্ধতা হবে না।
বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে পান্থকুঞ্জ পার্কের পান্থপথ বক্স কালভার্টের পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় মেয়র বলেন, দক্ষিণ সিটিতে মশা নিয়ন্ত্রণে জনবল সংকট নেই। যদি কোন কর্মী দায়িত্বে অবহেলা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় জলাবদ্ধতা হবে না জানিয়ে তাপস বলেন, গত বছর যেসব এলাকায় জলাবদ্ধতা ছিলো, এবার সেইসব এলাকায় কাজ করা হয়েছে। তাই জলাবদ্ধতা হওয়ায় সম্ভাবনা নেই। পানি প্রবাহের ব্যবস্থা করায় জলাবদ্ধতা রোধ করা যাবে। শহরের দুএকটি জায়গা ছাড়া এখন কোথাও জলাবদ্ধতা হয় না।
তিনি আরও বলেন, আগামী জুলাই মাসের মধ্যেই পান্থকুঞ্জ পার্কের কাজ শেষ হবে। জনগণকে নান্দনিক একটি পার্ক উপহার দেওয়া হবে।