স্ত্রীকে এসিড নিক্ষেপ, ফাঁসির সাজা কমিয়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড
- সংবাদ প্রকাশের সময় : ০২:২০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে
স্ত্রীকে এসিড নিক্ষেপের ঘটনায় স্বামীর মৃত্যুদণ্ডের সাজার আদেশ কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছেন আপিল বিভাগ। সোমবার (১৮ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউ শুনানি শেষে এই ঘোষণা করেন।
এর আগে, ২০২১ সালে আপিল শুনানি শেষে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ মৃত্যুদণ্ডের রায় বহাল রাথেন।
মামলার বিবরণে প্রকাশ, সৌদি আরব প্রবাসী মো. আকবর আলীর সঙ্গে ২০০৬ সালে ভিকটিমের বিয়ে হয়। সৌদি আরব স্ত্রীকে নিতে চাইলে এ নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ হয়। এর জেরে ২০০৮ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে স্ত্রীর গায়ে এসিড নিক্ষেপ করে আকবর আলী।
এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৯ সালের ২৩ আগস্ট সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত আকবর আলীকে মৃত্যুদণ্ড প্রদান করেন। বিচারিক আদালতের রায় হাইকোর্ট বহাল রাখে। রেপর এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে গেলে সেখানেও বহাল থাকে মৃত্যুদণ্ড। এরপর রিভিউ আবেদনে ১৪ বছর কনডেম সেলে থাকার বিষয়টি বিবেচনায় রেখে সাজা কমায় আপিল বিভাগ।