‘তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নতি করা আমার লক্ষ্য’
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন বলেছেন, আমি নড়াইলের মাটিতে এসে অনেক খুশি। নড়াইলে অনেক জ্ঞানী গুনী মানুষের বসবাস। হুইপ মাশরাফীর আমন্ত্রণে আমি নড়াইলে এসেছি। লোহাগড়ায় ৩১শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নবনির্মিত ভবন উদ্বোধন করতে পেরে আমার ভাল লাগছে।
শনিবার (২৭ এপ্রিল) বিকালে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা বিশিষ্ট নবনির্মিত ভবন উদ্বোধনকালে উপস্থিত ছিলেন,জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান, সিভিল সার্জন সাজেদা বেগম পলি, ইউএনও মোঃ জহুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম মাসুদ প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, মাত্র তিনমাস হলো দায়িত্ব নিয়েছি। তিনমাসে আমার নিদের্শ হলো-তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নতি করা। হাসপাতালগুলোতে কেন ডাক্তার থাকে না এ বিষয়ে ডিজি এবং মন্ত্রণালয়ের সবাইকে বলা হয়েছে। ইতিমধ্যে অনেককে শোকজ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।