তুরস্কে আঞ্চলিক নির্বাচনে জয় এরদোগান বিরোধীদের
- সংবাদ প্রকাশের সময় : ১০:১৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
আঞ্চলিক নির্বাচনে তুরস্কে প্রধান বিরোধী দল ইস্তাম্বুল ও আঙ্কারাতে জয়ের দাবি করেছে। দীর্ঘ দুই দশক ধরে ক্ষমতায় থাকা এরদোগানের দল একে পার্টিকে বিপুল হারিয়ে জয়ের দাবি করেন বিরোধী দলের নেতারা। খবর আল জাজিরা
রোববার (৩১ মার্চ) নির্বাচনের পর ইস্তাম্বুলে ৯৫ ভাগ ব্যালট বাক্সের ভোট গণনা করা হয়। রিপাবলিক্যান পিপল’স পার্টি’র (সিএইচপি) মেয়র প্রার্থী ইকরাম এমামগলু বলেন, ক্ষমতাসীন এরদোগানের একে পার্টির প্রার্থীকে ১০ লাখ ভোটে পরাজিত করেন।
এদিকে, রাজধানী আঙ্কারাতেও জয় পেয়েছেন সিএইচপির মেয়র প্রার্থী মনসুর ইয়াভাস। তিনি বলেন, ভোটাররা ভোটের মাধ্যমে দেশের ক্ষমতাসীন দলকে একটি বার্তা দিয়েছে।
ইসমিরেও এগিয়ে রয়েছে সিএইচপি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ৮১টি প্রদেশের মধ্যে ৩৬টিতে সিএইচপি এগিয়ে রয়েছে।
আঞ্চলিক নির্বাচনে তুরস্কে প্রধান বিরোধী দল ইস্তাম্বুল ও আঙ্কারাতে জয়ের দাবি করেছে। দীর্ঘ দুই দশক ধরে ক্ষমতায় থাকা এরদোগানের দল একে পার্টিকে বিপুল হারিয়ে জয়ের দাবি করেন বিরোধী দলের নেতারা। খবর আল জাজিরা
রোববার (৩১ মার্চ) নির্বাচনের পর ইস্তাম্বুলে ৯৫ ভাগ ব্যালট বাক্সের ভোট গণনা করা হয়। রিপাবলিক্যান পিপল’স পার্টি’র (সিএইচপি) মেয়র প্রার্থী ইকরাম এমামগলু বলেন, ক্ষমতাসীন এরদোগানের একে পার্টির প্রার্থীকে ১০ লাখ ভোটে পরাজিত করেন।
এদিকে, রাজধানী আঙ্কারাতেও জয় পেয়েছেন সিএইচপির মেয়র প্রার্থী মনসুর ইয়াভাস। তিনি বলেন, ভোটাররা ভোটের মাধ্যমে দেশের ক্ষমতাসীন দলকে একটি বার্তা দিয়েছে।
ইসমিরেও এগিয়ে রয়েছে সিএইচপি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ৮১টি প্রদেশের মধ্যে ৩৬টিতে সিএইচপি এগিয়ে রয়েছে।