তিনদিনে স্বর্ণের দাম বাড়লো ৬ হাজার ২৮৭ টাকা
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
দেশের বাজারে আরেক দফা বাড়লো স্বর্ণের দাম। এ নিয়ে পরপর তিনদিন স্বর্ণের দাম বাড়লো। শেষ দিনে অর্থাৎ মঙ্গলবার (৭ মে) ভরি প্রতি বেড়েছে ৪ হাজার ৫০২ টাকা। এর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে লাগবে এক লাখ ১৫ হাজার ৪৫০ টাকা।
মঙ্গলবার (৭ মে) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এই তথ্য জানিয়েছে। নতুন দাম কার্যকর বুধবার (৮ মে)থেকে।
বাজুস’র নতুন দাম অনুযায়ী প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম এক লাখ ১৫ হাজার ৪৫০ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণের ভরি এক লাখ ১০ হাজার ২০১ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ৯৪ হাজার ৪৫৫ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৭৮ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে চলতি মাসের ৬ ও ৫ মে দুই দফায় স্বর্ণের বাড়ানো হয়েছিলো। ৬ মে প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ৭৩৫ টাকা। ৫ মে প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ে ১ হাজার ৫০ টাকা।
মঙ্গলবার (৭ মে) দাম বাড়ানোর ফলে তিন দফায় স্বর্ণের ভরিতে দাম বাড়লো ৬ হাজার ২৮৭ টাকা। এই দাম বাড়ার আগে ৮ দফায় স্বর্ণের দাম ভরিতে ১০ হাজার ২৬২ টাকা কমানো হয়েছিলো।