https://bangla-times.com/
ঢাকাশনিবার , ৪ মে ২০২৪

তাপপ্রবাহ থাকবে আরও দুই দিন, এরপর বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
মে ৪, ২০২৪ ৯:৫৯ পূর্বাহ্ণ । ২৬ জন
Link Copied!

সারা দেশে চলমান তাপপ্রবাহ আরও দুই দিন অব্যাহত থাকবে। চলতি মাসের ৬ তারিখের পর গরমের প্রকোপ কিছুটা কমে আসবে। মাসজুড়ে রয়েছে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা। এই মাসে দুই-তিনটি তীব্র তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাবাসে এমনটাই জানানো হয়েছে।

ঢাকায় (২ মে) বৃহস্পতিবার রাতে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। মৃদু কালবৈশাখীর সাথে বৃষ্টি জনমনে কিছুটা স্বস্তি আনলেও এই স্বস্তি সাময়িক।

পূর্বাবাসে বলা হয়, চলমান তাপপ্রবাহ চলবে ৬ মে পর্যন্ত। এরপর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বাড়লে দেশের বড় অংশে তাপমাত্রা কমে আসবে।

মে মাসের শেষে বঙ্গোপসাগরে ১ থেকে দু’টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। চলতি মাসে দেশের কোথাও ১ থেকে ৩টি মৃদু তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।