https://bangla-times.com/
ঢাকাবৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪
  • অন্যান্য

তাপপ্রবাহ কমতে পারে, রয়েছে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৪, ২০২৪ ১:৩৫ অপরাহ্ণ । ৫৬ জন
Link Copied!

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌ-বন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উল্লেখ্য, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়ে থাকে। ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারি তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর অতি তীব্র হয় ৪২ ডিগ্রির বেশি হলে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা , রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপদাহ আরও বাড়তে পারে। এই তাপপ্রবাহ শুক্রবার (৫ এপ্রিল) ও শনিবার (৬ এপ্রিল) অব্যাহত থাকবে। জানিয়েছে আবহাওয়া অফিস। তবে, এরপর থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।