তাপদাহের মাঝে স্বস্তির খবর, হতে পারে বৃষ্টি
- সংবাদ প্রকাশের সময় : ০৪:০০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে
দেশের পূর্বাংশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাবাসে এমন তথ্য জানানো হয়েছে।
রোববার (১৪ এপ্রিল) সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।
রোববার (১৪ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, মৌলভীবাজার, ফেনী, রাঙ্গামাটি ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। রোববার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৭ শতাংশ।
শনিবার (১৩ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো রাঙামাটিতে ৪০ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিলআ তেতুলিয়ায় ২০দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।