তানোরে বিএনপির দোয়া ও ইফতার মাহফলি
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোর উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তানোর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপত্বিত করেন তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান হেনা, অধ্যাপক নুরুল ইসলাম, মূন্ডমালা পৌরসভার আজাহার মাষ্টার, ফিরোজ কবির, তানোর উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মূর্তজা, সদস্য সচিব শরীফ মুন্সি, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মালেক, যুগ্ম আহবায়ক সদর উদ্দিন, গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ দিলিপ, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই টুনু, সৈয়বুর রহমান, উপজেলা তাতিদলের সদস্য সচিব আব্দুল আজিজ, যুবনেতা ডালিম, মোস্তাফিজুর রহমান হিমেল, গোদাগাড়ী পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক কুরবান আলী, সদস্য সচিব মুন্তাসির, গোদাগাড়ী উপজেলা ছাত্রদল আহবায়ক বেদার উদ্দিন বিদ্যুত, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক ইমরুল কায়েস ইমুসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মিরা।
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের শুরুর পুর্বে তানোর উপজেলার কলমায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শীষ মোহাম্মদের কবর জিয়ারত করা হয়। ## ৩০-০৩-২০২৪ ইং