ঢাবি ভর্তি পরীক্ষার ফল বিকেলে, যেভাবে জানা যাবে
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফল বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় প্রকাশ করা হবে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফল admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানতে পারবেন।
ভর্তি পরীক্ষার ফলাফল জানাযাবে রবি, টেলিটক, বাংলালিংক ও এয়ারটেল মোবাইল নম্বর থেকে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’ এর জন্য DU ALS , ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এর জন্য DU BUS ‘বিজ্ঞান ইউনিট’ এর জন্য DU SCI এবং ‘চারুকলা ইউনিট’ এর জন্য DU FRT টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS এ ফল জানা যাবে।
বৃহস্পতিবার (২২৮ মার্চ) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।
চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’ এর ভর্তি পরীক্ষা গত ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ‘বিজ্ঞান ইউনিট’ এর ভর্তি পরীক্ষা হয় গত ১ মার্চ।
এছাড়া ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এর ভর্তি পরীক্ষা গত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। গত ৯ মার্চ অনুষ্ঠিত হয়েছে চারুকলা ইউনিট এর ভর্তি পরীক্ষা । বিগত বছরের মতো এবারও ঢাবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত হয়েছে।