ঢাকা থেকে বাড়ি আসার পথে ট্রাকচাপায় বাইক আরোহী নিহত
- সংবাদ প্রকাশের সময় : ১১:০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী রিপন মিয়া (৪৫) নিহত ও আরো দুই আরোহী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৭টার দিকে কিশোরগঞ্জ-গাজীপুর আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়ার মরুড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত রিপন ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে। আহতরা হলেন একই এলাকার রফিক মিয়ার ছেলে মোমেন মিয়া (২২) ও আব্দুল আলীর ছেলে মোজাম্মেল হক (৩৫)।
জানা গেছে, রিপনসহ তিনজন আরোহী মোটরসাইকেলযোগে রাজধানী ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন। ঘটনার সময় মরুড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রিপন নিহত ও দুজন আরোহী আহত হন। এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করেছে বলে তিনি জানান।