https://bangla-times.com/
ঢাকাবৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

বিশেষ প্রতিবেদক
এপ্রিল ১৮, ২০২৪ ৬:৩৩ অপরাহ্ণ । ২৭ জন
Link Copied!

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বাংলাদেশ সফরে আসছেন। আগামী শনিবার (২০ এপ্রিল) তার ঢাকায় আসার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধকি সূত্র ভারতের পররাষ্ট্র সচিবের সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

শনিবার (২০ এপ্রিল) সফরকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেবন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। এছাড়াও বায়লাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন।

জানা যায়, দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনার জন্য বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। তার এই সফর ভারত ও বাংলাদেশের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার অংশ।

অন্য একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর চূড়ান্ত করতেই ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার বাংলাদেশ সফর। চলতি বছরের জুলাইয়ের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সম্ভাবনা রয়েছে।

গত ৩ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি বলেছিলেন, ভারতের নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন।