https://bangla-times.com/
ঢাকাবুধবার , ২৪ এপ্রিল ২০২৪
  • অন্যান্য

ডিএমপির ৩ কর্মকর্তার দপ্তর বদল

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৪, ২০২৪ ২:৪৫ অপরাহ্ণ । ৩৯ জন
Link Copied!

দপ্তর বদল হচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদ মর্যাদার দুই জন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদ মর্যাদার এক কর্মকর্তার। মঙ্গলবার (২৩ এপ্রিল) ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

বদলির আদেশে বলা হয়েছে, নিম্নবর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লিখিত স্থানে বদলি অথবা পদায়ন করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সদয় অবগতি আদেশের অনুলিপি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশের ডিআইজি (প্রশাসন), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পিুলিম কমিশনারসহ ঊর্ধতন কর্মকর্তাদের প্রেরণ করা হলো।

আদেশটি দেখতে ক্লিক করুন।