এমপি আনার হত্যা
ডিএনএ পরীক্ষার জন্য কলকাতায় যাচ্ছেন স্ত্রী ও মেয়ে
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় উদ্ধার হওয়া মাংস এবং হাড়ের ডিএনএ পরীক্ষার জন্য আদালতের কাছ থেকে অনুমোদন পেলো পশ্চিমবঙ্গ সিআইডি।
দেশটির সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নমুনা সংগ্রহের জন্য এমপি আনোয়ারুল আজীম আনারের পরিবারের ৩ সদস্যকে কলকাতা সিআইডির তরফে অনুরোধ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তত্ত্বাবধানে তারা কলকাতায় যাবেন।
আনার কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন, স্ত্রী ইয়াসমিন ফেরদৌস ও ভাই এনামুল হককে কলকাতায় যেতে সিআইডির তরফে বলা হয়েছে। প্রতিনিধিদলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমোদন পেলেই আনারের পরিবারের ৩ সদস্যকে নিয়ে সিআইডির তদন্ত প্রক্রিয়ায় অংশ নিতে কলকাতায় যাবেন।
জানা গেছে, তারা কলকাতায় গেলে ডিএনএর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। কিছু ফরেনসিক পরীক্ষারও প্রয়োজন রয়েছে। এজন্য এমপি আনারের স্ত্রীকে যেতে বলা হয়েছে। পাশাপাশি মামলার তদন্তের প্রয়োজনে তাদের কাছ থেকে কিছু জানতে চাওয়া হবে। ধারণা করা হচ্ছে, পরিবারের সদস্যদের নমুনার সাথে উদ্ধার হওয়া মাংস এবং হাড়ের ডিএনএ মিলে গেলে এমপি আনার হত্যার বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
জানা গেছে, এমপি হত্যার ঘটনায় অভিযুক্ত থাকার অভিযোগে কলকাতায় ইতিমধ্যে কসাই জিহাদ হাওলাদার এবং শিহাব ধরা পড়েছে। চলতি বছরের মে মাসের শেষ দিকেএমপি আনার হত্যার বিষয়টি প্রকাশ্যে আসে।