ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

টিকার সময় হজযাত্রীদের লাগবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১৮:০২ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হজযাত্রীদের টিকা গ্রহণের সময় স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট লাগবে। সরকার নির্বাচিত মেডিকেল সেন্টারসমূহ থেকে টিকা নেয়ার আগে স্বাস্থ্য পরীক্ষার কিছু রিপোর্ট সঙ্গে নিয়ে আসার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (২১ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউরিন আরএমই,এক্সরে চেস্ট পিএ ভিউ, আরবিএস, ইসিজি, সেরাম ক্রিয়াটিনিন, ব্লাড গ্রুপিং এন্ড আরএইচ টাইপিং, সিবিসি উইথ ইএসআর এসব রিপোর্ট সঙ্গে নিয়ে আসতে হবে।

হজযাত্রীরা ৮০টি স্বাস্থ্য সেবা ও টিকাদান কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে পারবেন। কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে সব জেলার সিভিল সার্জন অফিস। এছাড়া ঢাকা জেলার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল,সম্মিলিত সামরিক হাসপাতাল, ফুলবাড়ীয়া, সরকারী কর্মচারী হাসপাতাল,মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, রাজারবাগ, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ সচিবালয় ক্লিনিক ও শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল,খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল ও বগুড়া ২৫০ শয্যাবিশিষ্ট মোহম্মদ আলী হাসপাতাল।

এই সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

টিকার সময় হজযাত্রীদের লাগবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট

সংবাদ প্রকাশের সময় : ০৮:১৮:০২ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪

হজযাত্রীদের টিকা গ্রহণের সময় স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট লাগবে। সরকার নির্বাচিত মেডিকেল সেন্টারসমূহ থেকে টিকা নেয়ার আগে স্বাস্থ্য পরীক্ষার কিছু রিপোর্ট সঙ্গে নিয়ে আসার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (২১ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউরিন আরএমই,এক্সরে চেস্ট পিএ ভিউ, আরবিএস, ইসিজি, সেরাম ক্রিয়াটিনিন, ব্লাড গ্রুপিং এন্ড আরএইচ টাইপিং, সিবিসি উইথ ইএসআর এসব রিপোর্ট সঙ্গে নিয়ে আসতে হবে।

হজযাত্রীরা ৮০টি স্বাস্থ্য সেবা ও টিকাদান কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে পারবেন। কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে সব জেলার সিভিল সার্জন অফিস। এছাড়া ঢাকা জেলার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল,সম্মিলিত সামরিক হাসপাতাল, ফুলবাড়ীয়া, সরকারী কর্মচারী হাসপাতাল,মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, রাজারবাগ, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ সচিবালয় ক্লিনিক ও শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল,খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল ও বগুড়া ২৫০ শয্যাবিশিষ্ট মোহম্মদ আলী হাসপাতাল।

এই সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।