ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইল পুলিশ লাইনস্ স্কুলে শিক্ষার্থীদের সাফল্যে উল্লাস

মো. মশিউর রহমান,টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ১৮৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলে এসএসসিতে ভালো ফলাফল অর্জন করায় মঙ্গলবার (১৪ মে) মিষ্টি উৎসব ও আনন্দ উল্লাস করেছে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

জেলা পুলিশের তত্ত্বাবধানে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে যুগোপযোগী শিক্ষা বিস্তারে অবদান রেখে এগিয়ে চলছে টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়। এই স্কুল পরিচালনা কমিটির সভাপতি টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, স্কুলের শিক্ষক’সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টার ফলে নিজেদের সেরা হওয়ার ধারাবাহিকতায় এসএসসি পরীক্ষায় টাঙ্গাইল জেলায় ভালো ফলাফল অর্জন করেছে টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়।

১২ মে সারাদেশে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল মোট ৩৫০ জন। পাশ করেছে ৩৪৯ জন। বিশেষ সমস্যার কারণে ১জন সম্পূর্ণ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তাই ১জন অকৃতকার্য হয়। ফলাফলে জিপিএ ৫ পেয়েছে ২৪৫ জন। এর মধ্যে ছাত্রী ১৩৪ জন ও ছাত্র ১১১ জন। মোট পাশের হার ৯৯.৭১।

হিসাব অনুযায়ী টাঙ্গাইল জেলায় স্কুলটি ২য় স্থান অর্জন করেছে। টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আজকে প্রমাণ করেছো তোমরা শুধু এই পুলিশ লাইনস্ আদর্শ স্কুলেই নয়, সারা জেলার মধ্যে সবচাইতে সেরা শিক্ষার্থী ছিলে। আজকের এই ফলাফলে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন জানাই। এই অভিনন্দন এর দাবিদার শুধু শিক্ষার্থী নয়।


শিক্ষকমন্ডলী, অভিভাবক’সহ যারা এ সফলতার পিছনে কাজ করেছে তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। পুলিশ সুপার তার বক্তব্য শেষে কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের মিষ্টিমুখ করান। এ সময় মিষ্টি উৎসবের সৃষ্টি হয়। ওই সময় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ‘সহ উপস্থিত সকলেই আনন্দ উল্লাস প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেল, প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের’সহ সহকারী শিক্ষকগণ।

জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রী বিজয়া দাস বলেন, এ ফলাফলে আমি খুবই আনন্দিত, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে আমি বড় হয়ে ম্যাজিস্ট্রেট হতে চাই। সেইসাথে ভালো মানুষ হতে চাই।

জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রী সুমাইয়া আফরিন বলেন, আমার স্বপ্ন আমি বড় হয়ে ব্যারিস্টার হতে চাই। এভাবেই বিভিন্ন শিক্ষার্থীরা তাদের আনন্দ উল্লাস প্রকাশ করেন ও ভবিষ্যৎ জীবনের স্বপ্নের কথা বলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাঙ্গাইল পুলিশ লাইনস্ স্কুলে শিক্ষার্থীদের সাফল্যে উল্লাস

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪

টাঙ্গাইলে এসএসসিতে ভালো ফলাফল অর্জন করায় মঙ্গলবার (১৪ মে) মিষ্টি উৎসব ও আনন্দ উল্লাস করেছে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

জেলা পুলিশের তত্ত্বাবধানে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে যুগোপযোগী শিক্ষা বিস্তারে অবদান রেখে এগিয়ে চলছে টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়। এই স্কুল পরিচালনা কমিটির সভাপতি টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, স্কুলের শিক্ষক’সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টার ফলে নিজেদের সেরা হওয়ার ধারাবাহিকতায় এসএসসি পরীক্ষায় টাঙ্গাইল জেলায় ভালো ফলাফল অর্জন করেছে টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়।

১২ মে সারাদেশে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল মোট ৩৫০ জন। পাশ করেছে ৩৪৯ জন। বিশেষ সমস্যার কারণে ১জন সম্পূর্ণ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তাই ১জন অকৃতকার্য হয়। ফলাফলে জিপিএ ৫ পেয়েছে ২৪৫ জন। এর মধ্যে ছাত্রী ১৩৪ জন ও ছাত্র ১১১ জন। মোট পাশের হার ৯৯.৭১।

হিসাব অনুযায়ী টাঙ্গাইল জেলায় স্কুলটি ২য় স্থান অর্জন করেছে। টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আজকে প্রমাণ করেছো তোমরা শুধু এই পুলিশ লাইনস্ আদর্শ স্কুলেই নয়, সারা জেলার মধ্যে সবচাইতে সেরা শিক্ষার্থী ছিলে। আজকের এই ফলাফলে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন জানাই। এই অভিনন্দন এর দাবিদার শুধু শিক্ষার্থী নয়।


শিক্ষকমন্ডলী, অভিভাবক’সহ যারা এ সফলতার পিছনে কাজ করেছে তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। পুলিশ সুপার তার বক্তব্য শেষে কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের মিষ্টিমুখ করান। এ সময় মিষ্টি উৎসবের সৃষ্টি হয়। ওই সময় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ‘সহ উপস্থিত সকলেই আনন্দ উল্লাস প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেল, প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের’সহ সহকারী শিক্ষকগণ।

জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রী বিজয়া দাস বলেন, এ ফলাফলে আমি খুবই আনন্দিত, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে আমি বড় হয়ে ম্যাজিস্ট্রেট হতে চাই। সেইসাথে ভালো মানুষ হতে চাই।

জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রী সুমাইয়া আফরিন বলেন, আমার স্বপ্ন আমি বড় হয়ে ব্যারিস্টার হতে চাই। এভাবেই বিভিন্ন শিক্ষার্থীরা তাদের আনন্দ উল্লাস প্রকাশ করেন ও ভবিষ্যৎ জীবনের স্বপ্নের কথা বলেন।