সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সরকার মোহাম্মদ কায়সার (বিপিএম)।
পুলিশ সুপার প্যারেড পরিদর্শন শেষে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে তিনি জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর, যানবাহন শাখা, সি-স্টোর, ব্যারাক পরিদর্শন শেষে করণীয় বিষয়ে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করেন। মাস্টার প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (এসএএফ) খান মাহমুদুল হাসান।
এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।