https://bangla-times.com/
ঢাকাশনিবার , ১ জুন ২০২৪
  • অন্যান্য

টাঙ্গাইলে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

বাংলা টাইমস্
জুন ১, ২০২৪ ৮:৫৯ অপরাহ্ণ । ৫৬ জন
Link Copied!

টাঙ্গাইলে শহিদ স্মৃতি পৌর উদ্যানে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। শনিবার (১ জুন ) বিকেলে এর উদ্বোধন করা হয়।

আরও পড়ুন : এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তি, মানতে হবে শর্ত

এরপর মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় আরও উপস্থিত ছিলেন-স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক কায়ছারুল, আঞ্চলিক কার্যালয় বিসিক পরিচালক ও উপসচিব ড. আলমগীর হোসেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, বিসিক-এর সহকারী মহাব্যবস্থাপক শাহনাছ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

১০ দিনব্যাপী মেলায় ৫৪টি স্টল অংশ নিয়েছে।