টাঙ্গাইলে সদর সার্কেলের কার্যালয় পরিদর্শনে পুলিশ সুপার
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে অতিরিক্ত পুলিশ সুপারের সদর সার্কেলের কার্যালয় বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ( বিপিএম)। রোববার (২৮ এপ্রিল) রবিবার তিনি পরিদর্শন করেন।
এ সময় পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সোহেল রানা। পরিদর্শনকালে পুলিশ সুপার সদর সার্কেল অফিসে কর্মরত সকল অফিসার ও ফোর্সদের দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন ও তাদের সমস্যা অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ সুপার সদর সার্কেল অফিস এর বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় সংক্রান্তে নির্দেশনা প্রদান করেন।
এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল সহ সদর সার্কেল অফিসে কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।