https://bangla-times.com/
ঢাকামঙ্গলবার , ২১ মে ২০২৪
  • অন্যান্য

টাঙ্গাইলে বিকল্প জীবিকা উন্নয়ন সম্পর্কিত প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
মে ২১, ২০২৪ ৭:৫৩ অপরাহ্ণ । ৮৭ জন
Link Copied!

টাঙ্গাইলে বিকল্প জীবিকা উন্নয়ন সম্পর্কিত প্রশিক্ষণ শুরু হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তার সম্মেলন কক্ষে মঙ্গলবার (২১ মে) এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মাহবুবুল ইসলাম ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টাঙ্গাইল বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান।

এ সশয় আয়োজকরা জানান, সেলাই ও সেলাইজাত পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণের লক্ষ্যে বিকল্প জীবিকা উন্নয়ন সম্পর্কিত প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।