টাঙ্গাইলে পুলিশের ক্লিনিং স্যাটারডে পালিত
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া ‘সহ অন্যান্য মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধকল্পে জেলা পুলিশ ক্লিনিং স্যাটারডে পালন করেছে।
শনিবার (১৩ জুলাই) টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার মোঃ গোলাম সবুর (পিপিএম সেবা) এর দিক নির্দেশনায় জেলা পুলিশের সকল থানা ও ইউনিটে এক যোগে “ক্লিনিং স্যাটারডে” পালিত হয়েছে।
চলমান বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া ‘সহ অন্যান্য মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি রোধকল্পে টাঙ্গাইল জেলা পুলিশের পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয় ক্যাম্পাসে জেলা পুলিশের পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম “ক্লিনিং স্যাটারডে” অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত কয়েকটি দল পুলিশ লাইন্স ব্যারাক, পুকুরপাড়, কোয়ার্টার এরিয়া, রিজার্ভ অফিস, যানবাহন শাখা, রেশন স্টোর ‘সহ বিভিন্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করেন।
এছাড়া জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ (ওসি)দের নেতৃত্বে স্ব স্ব থানা এবং প্রত্যেক ইউনিটের ইউনিট ইনচার্জদের নেতৃত্বে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সমন্বয়ে থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও সকল ইউনিট ক্যাম্পাস, ব্যারাক ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।
এ প্রসঙ্গে টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম বলেন, বর্তমান সময়ে ডেঙ্গুর প্রভাব বিস্তার পাওয়ায় জেলা পুলিশের সকল ইউনিটের পুলিশ সদস্যরা তাদের কর্মক্ষেত্র পরিস্কার পরিচ্ছন্ন করছে। বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া ‘সহ অন্যান্য মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি রোধে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই। বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে জেলা পুলিশ, টাঙ্গাইল এই ধারা অব্যাহত থাকবে এবং সেই সাথে সকলকে তাদের নিজ নিজ বাসা বাড়ির আশ পাশের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
উল্লেখ্য জেলা পুলিশ, টাঙ্গাইল এর সকল ইউনিট পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম “ক্লিনিং স্যাটারডে” সম্পন্নঃ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শরফুদ্দিন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন) মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ সহ টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।