https://bangla-times.com/
ঢাকারবিবার , ২ জুন ২০২৪

টাঙ্গাইলেএ্যাথলেটিক্স ও অটিস্টিক ক্রীড়া উৎসব

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল
জুন ২, ২০২৪ ১১:৩৪ অপরাহ্ণ । ৩৭ জন
Link Copied!

টাঙ্গাইল সদর উপজেলার শিবনাথ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় অনুষ্ঠিত হলো এ্যাথলেটিক্স এবং অটিস্টিক ক্রীড়া উৎসব। রোববার (২ জুন) এই প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া অফিস।

আরও পড়ুন : সেতুর নিচে ব্রীফকেসে চার টুকরা মরদেহ, পাটক্ষেতে মাথা, জানা গেলো পরিচয়

সদর উপজেলার ৬টি স্কুলের ১৪৫ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়। এরমধ্যে ৭০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু।

ফুটবল দিয়ে গোল, বালক এবং বালিকাদের দৌড়, গুপ্তধন উদ্ধার, ঝুড়িতে বল নিক্ষেপ,দড়িলাফ, মোরগ লড়াইসহ যেমন খুশি তেমন সাজ ইভেন্ট আয়োজন করা হয়। ছয়টা ইভেন্টে প্রথম, ৬ টি ইভেন্টে দ্বিতীয় এবং একটি ইভেন্টে তৃতীয় হয়ে সেরা স্কুল হয়েছে প্রয়াস ঘাটাইল এরিয়া।

আরও পড়ুন : মিয়ানমারের ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশও

প্রতিযোগিতা শেষে পুরস্কার তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান-বিন-মুহাম্মাদ আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

বিশেষ অতিথি ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র টাঙ্গাইল এর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো: নুরুল ইসলাম, শিবনাথ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সেলীনা বেগম ও শিবনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর আলী।