সংবাদ শিরোনাম ::
টাকা আত্মসাত: ড. ইউনুসের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০২:২৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে
২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলায় ড. মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। এছাড়া এই চার্জশীটে আরও ১৩ আসামির নাম রয়েছে।
ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আস সামছ জগলুল হোসেনের আদালত মঙ্গলবার (২ এপ্রিল) শুনানি শেষে এই চার্জশিট গ্রহণ করেন। একই দিন আসামি মো. শাহজাহান আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আগামী ২ মে মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। একইসাথে মামলাটি বিশষ জজ আদালত-৪ এ বদলি করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে আদালতে আসেন ড. ইউনুসসহ অন্যান্য আসমিরা। চলতি বছরের ১ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান।