https://bangla-times.com/
ঢাকারবিবার , ৭ এপ্রিল ২০২৪

ঝালকাঠিতে বজ্রপাতে দুই নারীসহ শিশুর মৃত্যু

শাহ জালাল, বরিশাল
এপ্রিল ৭, ২০২৪ ২:০৭ অপরাহ্ণ । ৫১ জন
Link Copied!

ঝালকাঠি সদর উপজেলা ও কাঠালিয়ায় ঝড়ের সময় বজ্রপাতে দুই নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। রোববার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলো- হেলেনা বেগম (৪০), মিনারা বেগম (৩৫) ও মাহিয়া আক্তার ঈশানা ( ১১)। নিহত হেলেনা বেগমের বাড়ি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামে। মিনারা বেগমের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট গ্রামে। এছাড়া মাহিয়া আক্তার ঈশানের বাড়ি পোনাবালিয়া গ্রামে। মাহিয়া আক্তার ঈশানা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলো।

ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল জানান, রোববার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে হঠাৎ ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায় বজ্রসহ ঝড়। এতে জেলার চার উপজেলায় শতাধিক বসতঘর ভেঙে পড়েছে। এ সময় গাছপালারও ব্যাপক ক্ষতি হয়েছে।