ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১২
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
ঝালকাঠিতে ট্রাক , প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনার পর খুলনা-বরিশাল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) ঝালকাঠির গাবখান ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় ১১ জন।
এদিকে, এই দুর্ঘটনায় আরও ১৭ জন আহত হয়েছে। তাদের প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়। এরপর গুরুতর ১০ জনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে ট্রাকের চালকও রয়েছেন। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। দুর্ঘটনার পর খুলনা-বরিশাল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
ঝালকাঠি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, দুর্ঘটনার কারণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্রথমে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এরপর পাশে থাকা বেশ কয়েকটি অটোরিকশাসহ খাদে পড়ে যায় ট্রাকটি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝালকাঠির সিভিল সার্জন জয়নুল ইসলাম, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছে।