সংবাদ শিরোনাম ::
ঝড়-বৃষ্টি থাকবে ১৩ মে পর্যন্ত, জানালো আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
আগামী ১২-১৩ মে পর্যন্ত চলমান থাকবে ঝড়-বৃষ্টি। যা এক থেকে দেড় ঘণ্টা করে অব্যাহত থাকতে পারে। সাথে হতে পারে দমকা হাওয়াসহ বৃষ্টিও। এমনটাই জানিয়েছে জানিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার (৬ মে) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান। এ সময় তিনি জানান, উল্লেখিত সময়ের মধ্যে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে।
তিনি আরও বলেন, চলতি মাসের ১৫ তারিখের পর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। রোববার (৫ মে) ঢাকায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিন সর্বোচ্চ ১২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে।
মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন, ঝড়বৃষ্টির সময় সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। আবহাওয়া অফিসের সক্ষমতা বেড়েছে বলেই আবহাওয়ার পূর্বাভাস যথাযথ হচ্ছে বলে জানান তিনি।