জেলের ছদ্মবেশে অভিযান, ৩৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের চকরিয়ায় জেলের ছদ্মবেশে অভিযান চালিয়ে ১২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় মাদক কারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৩৭ কোটি ৫০ লাখ টাকা।
রোববার (২৮ এপ্রিল) রাত ১০টা থেকে সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত উপজেলার খুটাখালীস্থ নদীতে এই অভিযান পরিচালিত হয়।
এ বিষয়ে চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, বিপুল ইয়াবা পাচার হচ্ছে এই সংবাদের ভিত্তিতে পুলিশ জেলের ছদ্মবেশে অভিযান চালায়। অভিযানের সময় মাদক পাচারকারীদের ট্রলারটি ধাওয়া করলে পাচারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, মাদক পাচারকারীদের রেখে যাওয়া ট্রলার জব্দ করা হয়েছে। ট্রলারে তল্লাশি চালিয়ে ইয়াবা ভর্তি মাঝারি সাইজের ৫টি ড্রাম উদ্ধার করা হয়। এরপর ১২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩৭ কোটি ৫০ লাখ টাকা।