সংবাদ শিরোনাম ::
‘জিম্মি বাংলাদেশি নাবিকরা চলতি মাসেই মুক্ত হতে পারেন’
দেবব্রত দত্ত
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪ ৯৩ বার পড়া হয়েছে
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি নাবিকরা চলতি মাসেই মুক্ত হতে পারেন। জলদস্যুদের সঙ্গে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি নাবিকদের উদ্ধারের তৎপরতা অব্রাহত রয়েছে। বিষয়টি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। আশাকরি কিছুদিনের মধ্যেই তাদের সুস্থভাবে ফিরিয়ে আনা যাবে।
মন্ত্রী আর বলেন, ঈদের আগে নাবিকদের বাড়ি ফেরত আনার চেষ্টা ছিলো সরকারের, তবে- সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। নাবিকদের সঙ্গে নানাভাবে যোগাযোগ করা হচ্ছে। নাবিকরা সুস্থ আছে।
উল্লেখ্য, চলতি বছরের ১২ মার্চ বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর দখল নেয় সোমালিয়ার জলদস্যুরা। এ সময় জিম্মি করা হয় ২৩ বাংলাদেশি নাবিককে।