জাহাজ ছিনতাই/ নাবিকদের জন্য দুম্বা আনছে জলদস্যুরা
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে
সোমালিয়ায় ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের জন্য দুম্বা ও ছাগল আনছে জলদস্যুরা। জিম্মি নাবিকদের বরাত দিয়ে নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছে।
৫৫ হাজার টন কয়লা নিয়ে মোজাম্বিক থেকে আরব আমিরাত যাওয়ার পথে চলতি মাসের ১২ তারিখ ভারত মহাসাগরের সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ জাহাজটি। এরপর জলদস্যুরা ২৩ নাবিককে জিম্মি করে। জাহাজের নাবিকরা সবাই বাংলাদেশি।
ছিনতাই হওয়া জাহাজের জলদস্যুদের সাথে প্রথমবার তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ হওয়ার তথ্য বুধবার জানায় জাহাজটির মালিকপক্ষ।
উল্লেখ্য, ২০১০ সালের ৫ ডিসেম্বর একই গ্রুপের জাহাজ এমভি জাহান মণি জিম্মি করে সোমালিয়ার দস্যুরা। ওই সময় ১০০ দিন পর নাবিকদের উদ্ধার করা হয়। জাহাজে থাকা নাবিকরা জানান, তখন জাহাজের খাবার ফুরিয়ে গেলে জলদস্যুরা প্রতি সপ্তাহে দুটি করে দুম্বা নিয়ে আসতো তাদের জন্য।
mb abdullah1-6