https://bangla-times.com/
ঢাকাসোমবার , ১০ জুন ২০২৪

জয়পুরহাটে ফল মেলা ও কৃষি প্রযুক্তি মেলা শুরু

সুজন কুমার মন্ডল, জয়পুরহাট
জুন ১০, ২০২৪ ৬:১২ অপরাহ্ণ । ১৫ জন
Link Copied!

কৃষি অধিদপ্তরের উদ্যোগে জয়পুরহাটে তিনদিনব্যাপী ফল মেলা ও কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। সোমবার (১০ জুন) সকালে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তৃপ্তি রানী কনা মন্ডল।

এ সময় জেলা কৃষি সম্প্রসাণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন, উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা কৃষি সম্প্রসাণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) মজিবুর রহমান, শহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রাফসিয়া জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, ও উদ্ভিদ সংরক্ষণ অফিসার অমোল কুমার মন্ডল উপস্থিত ছিলেন।

মেলায় ১৫টি স্টলে বিভিন্ন দেশীয় ফল, বৃক্ষের চারা ও আধুনিক প্রযুক্তির যন্ত্রাংশ প্রদর্শন করা হয়। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।