সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে জাতীয় শিশু দিবস পালিত
জয়পুরহাট প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উৎযাপিত হচ্ছ। জন্মদিবস উপলক্ষে রবিবার (১৭ মার্চ) সকাল আটটায় শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।
পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদুল আলম বেনু। এসময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।